বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসী বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা আজ সকাল ১০.০০ টায় বিভাগের চেয়ারম্যান অনিন্দ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।  উক্ত ভার্চুয়াল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর পরিচালক (মার্কেটিং) জনাব মোহাম্মদ আকতার হোসাইন। আরো বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মাইকেল দত্ত ও সহকারী অধ্যাপক জুয়েল মল্লিক এর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বাংলাদেশে ফার্মেসী শিল্প দিন দিন উন্নতি লাভ করছে। তাছাড়া ফার্মেসীতে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রযাত্রা উল্লেখযোগ্য। তিনি শিক্ষার্থীদেরকে অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলার আহবান জানান।

উক্ত প্রোগ্রামে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর পরিচালক (মার্কেটিং) জনাব মোহাম্মদ আকতার হোসাইন বলেন, বর্তমানে দেশের চাহিদার প্রায় সবগুলো ঔষধ দেশীয় প্রতিষ্ঠান উৎপদন করছে। আমদানী নির্ভরতা কমিয়ে এটি দেশের জন্য অনেক বড় অর্জন। ফার্মেসী শিক্ষায় ও দিনদিন উন্নতি লাভ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফার্মাসিস্ট পেশার মাধ্যমে মানবতার অনেক উপকার করা যায়। তাই ফার্মেসীর সকল শিক্ষার্থীদেরকে নিজেকে উপযুক্তভাবে গড়ে তোলার মাধ্যমে দেশ ও মানবতার সেবার জন্য প্রস্তুত হতে হবে।

তাছাড়া বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য Pharma Quote Competition এর আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আকসার আলম সিদ্দিকা মায়া, প্রথম রানার আপ সুরাইয়া আলী তাবাসসুম, দ্বিতীয় রানার আপ হিসেবে ইসতিয়াক মাহিন নির্বাচিত হয়।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224