বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের উদ্যোগে The Future of Artificial Intelligence and Robotics শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের উদ্যোগে The Future of Artificial Intelligence and Robotics শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত।

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

-প্রফেসর ড. গ্যান্চি ক্যাপি, হোসেই ইউনিভার্সিটি,জাপান।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে The Future of Artificial Intelligence and Robotics শীর্ষক ওয়েবিনার আজ বেলা ০১:০০ টায় অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে Key Note Speaker হিসেবে বক্তব্য রাখেন, জাপানের হোসেই ইউনিভার্সিটি’র রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রফেসর ড. গ্যান্চি ক্যাপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। উক্ত ওয়েবিনারে কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত অনলাইন প্রোগ্রামে Key Note Speaker জাপানের হোসেই ইউনিভার্সিটি’র রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রফেসর ড. গ্যান্চি ক্যাপি বলেন, আমরা চতুর্থ শিল্পবিপ্লব এর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া বাংলাদেশে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রচুর সম্ভাবনা রয়েছে। তথ্য প্রযুক্তির অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে এ সম্ভাবনাকে কাজে লাগোনো সম্ভব।  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক ও শিক্ষার্থীরা বর্তমানে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তাদের কাজকর্ম তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন মানসম্পন্ন কাজের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাপানের বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা প্রকল্পে অংশগ্রহন করতে পারবে।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224