বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়।এমবিএ কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।এতে বক্তব্য রাখেন বিবিএ কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী। সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়ার সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এমরান আহমদ তামিম, জান্নাতুল মাওয়া প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় । দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
Latest News:
- Transport notice regarding Holy Shab-e-Qadar & Eid-ul-Fitre -2025.
- Special Retake Examination Schedule for B.Pharm (Hons.) Program, Session- Summer-2024 (July - December).
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২৫ উৎযাপন উপলক্ষে অনুষ্ঠানসুচী ।
- Tuition fees related notice for 1st semester students of all undergraduate programs, Session : Spring -2025 (January - June).