বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং শীর্ষক ওয়েবিনার অনুষদের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, এমবিএ কো অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, উক্ত ওয়েবিনারে রিসোর্স পার্সন হিসেবে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর প্রাক্তন ছাত্র ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হোসেন চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর প্রাক্তন ছাত্র ও পোল্যান্ড এর হ্যার্মাসব্যাক সেন্ট্রাল সাপোর্ট এর প্রজেক্ট ম্যানেজমেন্ট এনালিস্ট মোঃ কামাল উদ্দিন। ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্ত্তী’র সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
উক্ত অনলাইন প্রোগ্রামে প্রধান আতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষ গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। আজকের দুইজন রিসোর্স পার্সন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাদেরই প্রতিনিধিত্ব করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান শিক্ষার্থীরা অগ্রজদের পথ অনুসরণ করে ক্যারিয়ারে সফলতা অর্জন করবে।
রিসোর্স পার্সন হিসেবে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হোসেন চৌধুরী বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ দক্ষিণ চট্টগ্রামে স্বল্প খরচে গুণগতমানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষা ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচন করেছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ও দক্ষ শিক্ষকমন্ডলীর তত্তাবধানে শিক্ষা ও পরামর্শ গ্রহন করে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা গ্রহনের জন্য শিক্ষার্থীদের আহŸান জানান।
রিসোর্স পার্সন হিসেবে পোল্যান্ড এর হ্যার্মাসব্যাক সেন্ট্রাল সাপোর্ট এর প্রজেক্ট ম্যানেজমেন্ট এনালিস্ট মোঃ কামাল উদ্দিন বলেন, ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করে সেল্ফ এসেস্মেন্ট এর মাধ্যমে নিজেকে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করতে হবে। তিনি তার ক্যারিয়ারের এ যাত্রায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর শিক্ষকমন্ডলীর অবদানকে স্মরণ করেন। তাছাড়া তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে ক্যারিয়ার প্লানিং সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।