বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী অনলাইন সামার স্কুলের সমাপনী অনুষ্ঠান ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী অনলাইন সামার স্কুলের সমাপনী অনুষ্ঠান আজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুুমিত সাহা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সামার স্কুলের আহŸায়ক জনাব অভিজিত পাঠক, প্রভাষক সাবরিনা জাহান মাঈশা ও প্রভাষক ফারিহা ইফ্ফাত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাবুক্ত জনপ্্িরয় কন্ঠশিল্পী মিসেসে ইন্দ্রানী পাঠক।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। তাই বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সামার স্কুলে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা যেমন ঃ আইডিয়া কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্ট, থিসিস প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রেজেন্টেশন এর আয়োজন করা হয়। যাতে বিচারক হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও খ্যাতনামা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ দায়িত্ব পালন করেন। এছাড়াও দেশ-বিদেশের খ্যাতনামা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও অধ্যাপকদেরকে ওয়েবিনারে আমন্ত্রণ জানানো হয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ারে সফল হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।