বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী ওপেন ডে আজ ২২শে ফেব্রæয়ারী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব । ২২শে ফেব্রæয়ারী থেকে ২৫শে ফেব্রæয়ারী পর্যন্ত আয়োজিত ওপেন ডে উপলক্ষ্যে বিভিন্ন বিষয়ে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীবৃন্দ ভর্তি ফিতে ৩০০০/- টাকা ছাড় সহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করছেন। ওপেন ডে উপলক্ষ্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, “দক্ষিন চট্টগ্রাম সহ সমগ্র চট্টগ্রামে উচ্চ শিক্ষা বিস্তারে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অনন্য ভূমিকা পালন করছে, ইতোমধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দক্ষিন চট্টগ্রামের বিভিন্ন কলেজ-মাদ্রাসা থেকে এইচ,এস,সি এবং আলিম পাসকৃত ছাত্র-ছাত্রীদের জন্য ১০% বিশেষ ছাড় সহ ভর্তি ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে ১০% থেকে ১০০% পর্যন্ত ছাড় প্রদান করছে। এর ফলে অত্র অঞ্চলের শিক্ষার্থীরা স্বল্প খরচে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারছে যার ফলে শিক্ষা বিস্তারে অত্র অঞ্চল এগিয়ে যাচ্ছে”।
এ সময়ে বিশ্ববিদ্যায়ের ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারা জেনী, সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আকতার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজ মিয়া, শিক্ষক মাহমুদুল হক, আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অভিজিত পাঠক ও বৃষ্টি রায় চৌধুরী, ইংরেজী বিভাগের শিক্ষক তানজিন সুলতানা, আইন বিভাগের শিক্ষক মোঃ রিদয়ানুল হক, সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Latest News:
- Notice regarding the Executive Committee of BGCTUB IT Club.
- Notice reagarding Freshers' reception program for all Graduate Programs, Session : Summer - 2024(July - December).
- Class Routine of MBA Programs ; Session: Summer -2024 (July - December).
- Notice regarding Ispahanai - Prothom Alo Inter University Football Tournament - 2024.