বিভাগীয় কমিশনারের হাতে বিজিসি ট্রাস্ট ও আওতাধীন প্রতিষ্ঠানসমুহের শিক্ষক, কর্মকর্তা, ডাক্তার, নার্সসহ সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী

বিজিসি ট্রাস্ট ও এর আওতধীন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা , ডাক্তার, নার্সসহ সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান।

মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম শহর মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর কমান্ডার, সাবেক সাংসদ, ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ  মা, মাটি, মানুষ, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি দায়িত্ব ও মমত্ববোধ থেকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকায় ১০০ একর ভূমিতে উচ্চ শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিসি (বেগম গুল চেমনআরা) ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এ বিজিসি বিদ্যানগর এলাকায় তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, বিজিসি একাডেমী (স্কুল এন্ড কলেজ), মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতন, বেগম ওসমানআরা কলেজ অব নার্সিংসহ বঙ্গবন্ধু ফ্রীডম স্কোয়ার, মাদার তেরেসা হল প্রতিষ্ঠা করেছেন।
বর্তমানে করোনা ভাইরাসের কারনে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ ও আজ কঠিন সময়ের মুখোমুখি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিপর্যয় মোকবেলার জন্য ত্রাণ ও কল্যাণ তহবিলসহ বিভিন্ন মাধ্যমে জনগণকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। এমতাবস্থায়, বিজিসি ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজসহ আওতাধীন প্রতিষ্ঠানসমূহ যেমনঃ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিজিসি একাডেমী (স্কুল এন্ড কলেজ), মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতন, বেগম ওসমানআরা কলেজ অব নার্সিং শিক্ষক, কর্মকর্তা, ডাক্তার, নার্স সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। আজ বেলা ১১.০০ টায় চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব এবিএম আজাদ মহোদয়ের হাতে বিজিসি ট্রাস্ট এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী  মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য উক্ত পাঁচ লক্ষ টাকা অনুদানের পে-অর্ডার হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ.এম. আখতারুজ্জামান কায়সার উপস্থিত ছিলেন।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224